সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৩৩ হাজার ছাড়িয়েছে

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে তুরস্ক থেকে গত এক সপ্তাহে ২৯ হাজার ৬০৫ জন ও সিরিয়া থেকে ৩ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছেন। এছাড়া এতে আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।

গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস।

তিনি বলেন, এখনও ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গিয়েছেন তা চিন্তা করাও কঠিন। হতে পারে এই সংখ্যা দ্বিগুন বা তারও বেশি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img