ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, দেশ এক অগ্নিগর্ভে নিপতিত। রিজার্ভ শূণ্যের কোঠায চলে এসেছে। অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়ার পথে। এর মধ্যে সদ্য সমাপ্ত হলো একতরফা প্রহসনের ডামি নির্বাচন। ডামি নির্বাচনের পর তড়িগড়ি করে মন্ত্রীসভা গঠন করে বর্তমান সরকার জাতিকে কী ম্যাসেজ দিয়েছে? জনগণের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রীসভার প্রতি কোন আগ্রহ নেই। ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এমনকি ২৭ কেন্দ্রে কোন ভোট না পরায় প্রমাণিত এই নির্বাচন আওয়ামী লীগও বর্জন করেছে।
আজ (১২ জানুয়ারি) শুক্রবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সাথে সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ নতুন নতুন আবিস্কার করেছে। এবার তারা ডামি নির্বাচন ও ডামি মন্ত্রীসভা আবিস্কার করেছে। প্রধানমন্ত্রী নতুন নতুন ফর্মূলা আবিস্কার করে থাকেন। এবার তার ‘নতুন ফর্মূলা হলো বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়।’ হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের সম্পদ নষ্ট করে জনগণকে দুর্ভোগে ফেলছে। অপরদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এভাবে জনগণের সাথে তামাশার কোন মানে হয় না।
এদিকে চরমোনাই ইউনিয়নের ডা. তপন কুমারের বড় ছেলে তমাল কুমার নামক এক ব্যক্তি চরমোনাই উপস্থিত হয়ে মুফতী ফয়জুল করীমের হাতে ইসলাম ধর্ম ও সৌন্দর্যের প্রতি আকৃষ্টে হয়ে কালিমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলামধর্ম গ্রহণ করে মুসলমান হন। পরে তার নাম রাখা আব্দুল্লাহ।