বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন

ইয়েমেনের হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট ও ইসরাইলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে বৃটিশ ও মার্কিন সেনারা। হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

বার্তাসংস্থা এপিও জানিয়েছে, হুথিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে এ দুই দেশের সেনারা। এপিও আরও জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

হুথির এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, রাজধানী সানায় ‘শত্রুদের হামলা’ চলছে। সানার এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

গত বৃহস্পতিবার আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।

এরপরই এই হামলার জবাব দেয়ার হুমকি দেয় তারা। তবে হুথিদের পক্ষ থেকে হুমকি দেয়া হয়-তাদের এ হামলার পাল্টা হামলার জবাব দেবে তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img