গাজ্জা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে একান্ত বৈঠক করায় স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফের উপর ক্ষেপেছে ব্রিটেন সরকার।
ব্রিটেন সরকারের অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে স্কটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়।
চিঠিতে হামজা ইউসুফের নেতৃত্বাধীন স্কটিশ সরকার দল এসএনপিকে উদ্দেশ্য করে ক্যামেরন বলেন, দুবাইয়ে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত কোপ-১৮ সম্মেলনে গাজ্জা ও অন্যান্য ইস্যুতে এরদোগানের সাথে স্কটিশ প্রধানমন্ত্রী ইউসুফের একান্ত বৈঠক প্রটোকলের সুস্পষ্ট লঙ্ঘন। কেননা প্রটোকল অনুযায়ী সরকার দলীয় মন্ত্রীদের বিদেশ সফর ও বৈঠকে এফসিডিওর (ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের) সমর্থন ও এফিসিডিও কর্মকর্তা উপস্থিত থাকা বাধ্যতামূলক। বৈঠকের সময় ও স্থানের ব্যাপারে আগেভাগে পর্যাপ্ত তথ্য দিয়ে এফসিডিও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে না পারায় তার বৈঠকটি প্রটোকল ভঙ্গ করেছে। এজন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তার থেকে ব্রিটেন সরকারের সমর্থন প্রত্যাহার করা হতে পারে।
অপরদিকে স্কটিশ প্রধানমন্ত্রী হামজা ইউসুফের পক্ষ থেকে তার মুখপাত্র জানান যে, এফসিডিও কর্মকর্তাকে বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু সেই সময়ে তুর্কি প্রেসিডেন্টের সাথে বৈঠকের পূর্ব নির্ধারিত স্থানটি সুবিধাজনক না হওয়ায় অন্য জায়গায় বৈঠকে মিলিত হতে হয়েছিলো।
উল্লেখ্য, স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ গাজ্জা ইস্যুতে ব্রিটেন সরকারের তুমুল সমালোচনা সমালোচনা করে থাকেন। গাজ্জা গণহত্যায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ব্রিটেন সরকারের পূর্ণ সমর্থনের ঘোর বিরোধী তিনি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গাজ্জা ইস্যুতে ব্রিটেন সরকারের সমালোচনা ও বিরোধিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী হামজা ইউসুফ দেশের জনগণকেও সাথে পেয়েছেন। কেননা মানবিক যুদ্ধবিরতির আগে গাজ্জায় আটকে পড়া স্কটিশ নাগরিক ও প্রধানমন্ত্রীর আপনজনদের উদ্ধারে কার্যকরী পদক্ষেপ না নিয়ে উল্টো বোমা হামলা চালিয়ে যাওয়ার পক্ষে ব্রিটেন সরকার নিজেদের পূর্ণ সমর্থন জানিয়েছিলো। যা স্কটিশদের আরো ব্রিটেন বিরোধীতে পরিণত করে।
সূত্র: আনাদোলু