বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় ইসরাইলি আক্রমণ মানবতার জন্য হুমকি স্বরূপ : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি বাহিনীর হামলা মানবতার সাধারণ মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রবিবার (১০ ডিসেম্বর) জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ কথা বলেন তিনি।

ফিদান বলেন, “আমাদের অঞ্চল ও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিকে আমরা দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধির সাথে পালন করছি।”

তিনি আরো বলেন, “গাজ্জা উপত্যকায় চলমান অমানবিক আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার হরণ করে না, বরং তা সকল মানবতার অধিকারও ক্ষুন্ন করে।”

ফিদান বলেন, “চলমান ট্রাজেডি থামানোর অক্ষমতা আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে।”

তিনি বলেন, “গাজ্জা উপত্যকায় সাধারণ নাগরিকদের গণহত্যা বন্ধ করতে ও সেখানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সম্মিলিত দায়িত্ব।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img