বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

আফগানিস্তানের সেই ২৮ কোটি ডলার ফেরত দিচ্ছে বিশ্ব ব্যাংক

আফগানিস্তানের জব্দ ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে দাতারা সম্মত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। দেশটিতে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য সেবায় এই অর্থ স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ছাড় হতে যাওয়া এই অর্থ জাতিসংঘের দুই সংস্থা ডব্লিউএফপি এবং ইউনিসেফে স্থানান্তর করা হবে। এরমধ্যে এক কোটি মার্কিন ডলার ইউনিসেফ এবং ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ডব্লিউএফপি পাবে।

বিশ্বব্যাংক বলছে, জাতিসংঘের এ দুটি সংস্থারই নিজস্ব নীতি ও পদ্ধতি অনুযায়ী আফগানিস্তানে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে।

তালেবান ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র এবং অন্যরা আফগান রিজার্ভের এক হাজার কোটি ডলার জব্দ করে রেখেছে। বিশ্বব্যংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটিতে অর্থ দেওয়া স্থগিত রেখেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img