আফগানিস্তানের প্রশ্চিমাঞ্চলে মার্কিন মদদপুষ্ট দেশটির আশরাফ ঘানি সরকারের নিরাপত্তা বাহিনীর হামলায় মুহাম্মাদ হানিফ নামের আল কায়দার এক বোমা তৈরির প্রশিক্ষণ নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের গোয়েন্দা সংস্থা এ তথ্য জানায়।
দেশটির ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএ) বলছে, নিহত মুহাম্মাদ হানিফ ছিলেন আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব কনটিনেন্টের (একিউআইএস) প্রধান আসেম ওমরের ঘনিষ্ঠ সহযোগী। ২০১৯ সালে আফগান-মার্কিন যৌথ হামলায় আসেম ওমর নিহত হয়েছিলেন।
পাকিস্তানের এই নাগরিক একসময় তালেবানদের বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। পরে তিনি আল কায়দার প্রতি আনুগত্য প্রকাশ করেন।
এনডিএ জানায়, করাচির বাসিন্দা হানিফের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠতা ছিল। তিনি তালেবান যোদ্ধাদের গাড়িবোমা ও ইমপ্রোভাইজড এক্সপ্লেসিভ ডিভাইস বানানোর প্রশিক্ষণ দিতেন। এবং ২০১০ সালে তিনি আল-কায়দায় যোগ দেন।
সূত্র: এএফপি ও সাউথ এশিয়ান মনিটর