অধিকৃত গাজ্জায় ইসলামি বিশ্ববিদ্যায়লে বিমান হামলা চালানোর কথা স্বীকার করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলী বিমান বাহিনী।
ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম (আইএএফ) জানিয়েছে, ইসরাইল ইসলামি বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে। কারণ এই বিশ্ববিদ্যালয় হামাসের প্রকৌশলীদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। হামাসের রাজনৈতিক ও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনা করে এখানে বিমান হামলা করেছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করে হামাস।
সূত্র : বিবিসি