শনিবার, জুলাই ২৭, ২০২৪

আর্মেনিয়ার হামলার নিন্দা জানাতে বিশ্ববাসীর প্রতি আজারবাইজানের আহ্বান

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার হামলার নিন্দা জানানোর জন্য বিশ্ববাসী এবং নার্গোনো-কারাবাখ সংকটের শান্তিপূর্ণ সমাধানে গঠিত ওএসসিই মিনস্ক গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছে বাকু।

রোববার (১১ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের সহকারী হিকমেত হাজিয়েভ এ আহ্বান জানান।

তিনি বলেন, আর্মেনিয়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারাই আবার আজারবাইজানের সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে আজারবাইজানের প্রসিকিউটর কামরান আলিয়েভ উপস্থিত ছিলেন।

আর্মেনিয়ার হামলায় আজারবাইনের ৯ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন। ধ্বংস হয়ে গেছে বেসামরিক একটি বহুতল ভবন। হিকমেত বলেন, যুদ্ধে হেরে গিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে আর্মেনিয়া।

ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আর্মেনিয়ার বর্বর হামলার সব তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img