সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী খার্তুমের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মায়ো পাড়ার একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলাটি এমন সময়ে হয়েছে ঠিক যখন, সুদানী সেনাবাহিনী ও দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে রাজধানী জুড়ে প্রচণ্ড লড়াই চলছে।
তবে এ হামলার জন্য কোন গোষ্ঠী দায়ী তা এখনো নিশ্চিত করা যায়নি।
আধাসামরিক বাহিনী আরএসএফ এ হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে। তবে অভিযোগের বিষয়ে দেশটির সেনাবাহিনী এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখায়নি।
সুদানের চিকিৎসকরা জানিয়েছেন, গত এপ্রিলে শুরু হওয়া দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার নাগরিক।
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানী খার্তুম ও তার আশেপাশের এলাকা জুড়ে আর্টিলারি হামলার ঘটনা ঘটে। এ হামলায় দেশটির ৩২ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এছাড়াও আহত হন কয়েক ডজন নাগরিক।
সূত্র: মিডল ইস্ট মনিটর