শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

হামাসের টানেল ধ্বংস করতে কয়েক বছর লাগবে: ইসরাইল

বিগত ৯ মাস ধরে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অনবরত বোমাবর্ষণ করে আসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তা সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ব্যবহৃত টানেল পুরোপুরি ধ্বংস করা যায়নি। টানেলের বড় অংশ এখনও রয়েছে অক্ষত অবস্থায়।

সাম্প্রতিক সময়ে ‘টাইমস অব ইসরাইল’ পত্রিকায় দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

উদ্ধৃত সামরিক কর্মকর্তার মতে, হামাসের ব্যবহৃত এই টানেল ধ্বংস করতে এখনও কয়েক বছর সময় লেগে যেতে পারে।

তিনি বলেন, এসব টানেল তৈরি করতে কংক্রিট ও সিমেন্ট কারখানা পুনঃনির্মাণ ও পুনঃপ্রতিষ্ঠিত করেছে হামাস। এছাড়া রাফাহ অঞ্চলে নির্মিত টানেলগুলো বিপজ্জনক, কারণ এগুলো দিয়ে গাজ্জা সীমান্তের খুবই নিকটবর্তী অঞ্চলে পৌঁছানো সম্ভব।

প্রসঙ্গত, গতকাল ইসরাইলি গণমাধ্যমগুলোতে বলা হয়, গাজ্জা সীমান্তের নিচ থেকে কংক্রিটের দেয়াল নির্মাণ করার জন্য কায়রোতে আলোচনা করেছে ইসরাইলের প্রতিনিধি দল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img