শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

জনগণকে শান্ত করার ব্যাপারে যেকোন সমাধান সমর্থনের আশ্বাস সুদানি সেনাপ্রধানের

সুদানের জনগণকে শান্ত করতে পারবে এমন যে কোনো পদক্ষেপকে সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান।

শনিবার (১০ জুন) আনাদোলু নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ও কোমোরসের প্রেসিডেন্ট আজালি আসুমানির সাথে এক ফোনকলে আল-বুরহান বলেছেন, বিদেশী ভাড়াটে সৈনিকদের সহায়তায় দেশে অবস্থিত বিদ্রোহী মিলিশিয়াদের দ্বারা এ যুদ্ধ শুরু করেছে সরকার। তবে এ যুদ্ধের অবসান ঘটিয়ে সুদানের জনগণকে শান্ত করতে পারবে এমন যে কোনো পদক্ষেপকে সমর্থন করেন তিনি।

গত শনিবার সুদানের সেনাবাহিনী ও আরএসপির মধ্যে একদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এর পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তিগুলো বারবার লঙ্ঘন করা হয়েছে। লঙ্ঘনের জন্য দুই পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে।

সুদানের চিকিৎসকরা জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েক হাজার।

উল্লেখ্য; সাম্প্রতিক মাসগুলিতে সশস্ত্র বাহিনীতে আধাসামরিক গোষ্ঠীর একত্রীকরণ নিয়ে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। যার সূত্র ধরেই সুদানে তৈরি হয়েছে মানবিক সংকট।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img