পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ছিলো বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট। একই সাথে তাকে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তি পেলেও তিনি নিজের বাসবভবনে যেতে পারছেন না। আদালতের পক্ষ থেকে পুলিশ লাইন রেস্ট হাউজে আগামীকাল পর্যন্ত অবস্থান করতে ইমরান খানকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী তিনি আগামীকাল (১২ মে) শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন।
বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৩ সদস্যার বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি আতহার মিনুল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ইউনিভার্সিটি ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সূত্র: এআরওয়াই নিউজ ও দুনিয়া নিউজ