পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ছিলো বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট।
বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৩ সদস্যার বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি আতহার মিনুল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ইউনিভার্সিটি ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সূত্র: এআরওয়াই নিউজ