সোমবার, মে ৬, ২০২৪

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে সুপ্রিমকোর্টে হাজির করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি

গ্রেপ্তারকৃত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শককে এই আদেশ দেওয়া হয়।

ইমরান খান বর্তমানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (ন্যাব)-এর রিমান্ডে আছেন।

বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতাবান্দিয়ালের নেতৃত্বে ৩ সদস্যার বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি আতহার মিনুল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।

হাইকোর্ট থেকে ইমরানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা দেশের বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের জন্য অসম্মানের বলে অভিহিত করে এই আদেশ দেন পাকিস্তানের প্রধান বিচারপতি।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ইউনিভার্সিটি ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img