বৃহস্পতিবার, মে ২, ২০২৪

৩ পুত্র ও নাতী নিহতের ঘটনায় হানিয়াকে সমবেদনা জানালেন এরদোগান

পবিত্র ঈদুল ফিতর বা মুসলিমদের উৎসবের দিনে ইসরাইলী বিমান হামলায় ৩ পুত্র ও নাতী নিহতের ঘটনায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে সমবেদনা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (১০ এপ্রিল) তুর্কি রাষ্ট্রপতি ভবনের যোগাযোগ বিভাগের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতি অনুসারে, ঈদ উদযাপনের দিনে ইসরাইলী হামলায় ৩ পুত্র ও নাতী হারানোর ঘটনায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এরদোগান বলেন, ঈদ উদযাপনের দিনে এমন বর্বরোচিত হামলার ঘটনা মানবতার বিরুদ্ধে ইসরাইলের জঘন্য অপরাধের প্রমাণ হয়ে থাকবে।

উল্লেখ্য, দখলকৃত ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদ উদযাপন করছে মুসলিমরা। কিন্তু এই উৎসবের দিনেও অবরুদ্ধ গাজ্জায় গণহত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ব্রিটেন, আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে গাজ্জায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৮২ জনকে হত্যা ও ৭৬ হাজার ৪৯ জনকে আহত করেছে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

গাজ্জায় আজ ঈদের দিনেও অবৈধ রাষ্ট্রটির হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত ও ৫৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img