কাশ্মীরের একটি মসজিদে ৩ স্বাধীনতাকামী যোদ্ধাকে ভারতীয় বাহিনীর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান। গত শুক্রবার কাশ্মীরের শোপিয়ান এলাকায় মসজিদের ভেতর এই নির্মম হত্যাযজ্ঞ চালায় ভারতীয় বাহিনী।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করে।
বিবৃতিতে বলা হয়, এই ঘটনার মধ্যে দিয়ে ভারতীয় বাহিনীর নৈতিক অবক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়কে আঘাত মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। কিন্তু ইতিহাস দেখিয়েছে যে, এভাবে ধর্মীয় বিশ্বাসে আঘাত করে কাশ্মীরিদের ‘উদ্দেশ্যকে’ দমিয়ে রাখা যাবে না। ভবিষ্যতেও ভারত সফলতা পাবে না। পাকিস্তানের সরকার ও জনগণ কাশ্মীরের বাসিন্দাদের পাশে থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় বাহিনী অভিযানের নামে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এবং এর ক্ষতি সাধন করেছে। এরমধ্য দিয়ে ভারত এ অঞ্চলে তাদের নিপীড়নের পুনরাবৃত্তি করেছে। একে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস বলেও আখ্যায়িত করেছে পাকিস্তান।