শুক্রবার, মে ১৭, ২০২৪

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলবে বিশেষ অভিযান

পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, ভেজাল, নকল পণ্য, ওজনে কারসাজি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে বিএসটিআই শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে গৃহীত বিশেষ ব্যবস্থা সম্পর্কে জানাতে গতকাল রোববার (১০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, অপরাধী যত বড়ই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সব ভেজালকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজনে কারসাজি রোধ এবং পণ্যের পরিমাপে কারসাজি রোধে রমজানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ঢাকা শহরে প্রতিদিন তিনটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ছাড়া মাসটিতে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

মন্ত্রী নূরুল মজিদ বলেন, অভিযানের সময় রোজাদাররা সাধারণত যেসব খাবার ও পানীয় পান করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, ফলমূল, পানীয়, ফলের সিরাপ, মুড়ি, খেজুর, কোমল পানীয়ের গুঁড়া, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ও ইফতার পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img