শুক্রবার, মে ১৭, ২০২৪

সমগ্র গাজ্জায় ছড়িয়ে পড়েছে তীব্র খাদ্যভাব

অবরুদ্ধ গাজ্জা উপত্যকা জুড়ে ভয়াবহ ইসরাইলি হামলার মধ্যেই তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সংস্থা ইউএনআরডাব্লিউএ। সংস্থাটির মতে, গাজ্জার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে খাদ্যভাব।

রবিবার (১০ মার্চ) এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

এক্স বার্তায় বলা হয়েছে, “গাজ্জার প্রতিটি অঞ্চলেই খাদ্যভাব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উত্তর গাজ্জার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সড়ক পথে ত্রান সহায়তা দেওয়ার পরিকল্পনা প্রতিনিয়ত অস্বীকার করেছে ইসরাইল। এদিকে রমজান মাস ঘনিয়ে আসছে।”

প্রসঙ্গত, বিশেষ উত্তর গাজ্জার উপর একটি দৃঢ় অবরোধ আরোপ করেছে ইসরাইল। উত্তর অঞ্চলের বাসিন্দাদের অনাহারের মুখে ঠেলে দিয়েছে অবৈধ দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “মৃতের সংখ্যা অব্যহতভাবে বেড়েই চলেছে। অবিলম্বে একটি যুদ্ধবিরতি বাধ্যতামূলক যা জীবন বাঁচাতে পারে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img