শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

নিরাপত্তা জোরদারে গাজ্জার রাফাহ সীমান্তে ৪০ ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর

গাজ্জার রাফাহ সীমান্তে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ওই এলাকায় গাজ্জার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। এমন পিরিস্থিতে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে গত দুই সপ্তাহে অন্তত ৪০টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিশর।

গাজ্জায় যে সামরিক অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইল তা এবার রাফাহ পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এই রাফাহতেই আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের আশঙ্কা ইসরাইল যদি রাফাহ-তে হামলা শুরু করে তাহলে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে মিশরে চলে যেতে পারে।

এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ও হামলার নির্দেশনা দিয়েছেন।

এদিকে গাজ্জায় ইসরাইলী বাহিনীর বিমান হামলায় শহীদের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ২৮ হাজার ৬৪ জন নিহত হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরে ১১৭ জন নিহত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img