অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা করা ‘যুদ্ধাপরাধের’ শামিল বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে এ ধরনের হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার, কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বার্ষিক ভাষণে গাজ্জা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
পোপ ফ্রান্সিস বলেন, আধুনিক যুগের যুদ্ধ সামরিক ও বেসামরিক জনগণের মধ্যে পার্থক্য খোঁজে না। সেই সঙ্গে গাজ্জায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
এছাড়াও, আধুনিক অস্ত্র শিল্পের সমালোচনা করেছেন তিনি। তার মতে, এই খাতে অর্থ ব্যয় না করে তা দিয়ে একটি তহবিল গঠন করে বিশ্বব্যাপী দারিদ্রতা ও ক্ষুধা নিপীড়নে ব্যয় করা উচিত।
সূত্র: আরব নিউজ