বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

জাতিসংঘের ভেটো ক্ষমতা সংস্কারের দাবি তুরস্কর

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সংস্কারের দাবি জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ভেটোর
ব্যাবহার বর্তমানে ‘ইচ্ছাধীন’ ও ‘ক্ষতিকারক’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে তুরস্কের প্রতিনিধি অসলি গুভেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

গুভেন বলেন, “নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন, যা ‘সর্বসম্মত ও বিলম্বিত’ একটি বিষয়। সংস্কারের ক্ষেত্রে ভেটো ক্ষমতা ব্যবহারের যেসব ত্রুটি রয়েছে তা সমাধান করতে হবে।”

তিনি আরো বলেন, “ভেটো ক্ষমতার ব্যাবহার বর্তমানে ‘ইচ্ছাধীন’ ও ‘ক্ষতিকারক’ একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যেখানে উপকারী বিষয়গুলোকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

গুভেন বলেন, “ব্যক্তি স্বার্থে ভেটো ক্ষমতার ব্যবহার শুধুমাত্র বিভিন্ন পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং তা জাতিসংঘের বিশ্বস্ততার বিষয়টিও দুর্বল করে তোলে।”

তিনি আরো বলেন, “অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ বিরতির আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসলেও, এক মাসেরও বেশি সময় ধরে এই প্রস্তাব গ্রহণ করতে পারেনি জাতিসংঘ।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img