মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

ইরান সমর্থিত হুথিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করবে আমেরিকা

spot_imgspot_img

ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে আমেরিকা।

রবিবার (১০ জানুয়ারি) এক বিবৃতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শেষ সময়ে নেওয়া এই সিদ্ধান্ত যুদ্ধ কবলিত ইয়েমেনের মানবিক সংকট আরও জোরালো করে তুলবে বলে মনে করছে ত্রাণ সংস্থাগুলো।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img