বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় তীব্র ক্ষুধা ও পানি সংকটের ঝুঁকিতে ৫ লাখ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে খাদ্য ও পানির স্থানগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে দখলদার ইসরাইল বাহিনী। আর তাই তীব্র ক্ষুধা ও তৃষ্ণার্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় অর্ধ মিলিয়ন ফিলিস্তিনি।

এমনটিই জানিয়েছেন গাজ্জা পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না। সেই সঙ্গে ছিটমহলের মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মুহান্না বলেন, “গাজ্জা উপত্যকায় জ্বালানি সংকট রয়েছে। যার ফলে আহত ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।”

তিনি আরো বলেন, “আল শিফা হাসপাতালে পানি সরবরাহ করতে পারছি না আমরা। সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ও খাদ্য সংকট তীব্রভাবে বেড়েই চলেছে। কারণ ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করেছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img