ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন ফিরিয়ে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
একইসাথে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার।
মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় আদালত ওই আদেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বাদি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক তথ্যটি নিশ্চিত করেছেন।