বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

চট্টগ্রামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ১৪ ও ১৫ নভেম্বর

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৪ ও ১৫ নভেম্বর) দুই দিনব্যাপী ৩৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বয়ান করবেন বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ ভারতের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী ও জমিয়তে উলামায়ে হিন্দ এর মহাসচিব সায়্যিদ মাওলানা মাহমুদ মাদানী।

এ ছাড়াও দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগন গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

সংস্থার সভাপতি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী ও ভারপ্রাপ্ত সেক্রেটারী পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী সম্মেলনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img