বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে দেশব্যাপী যুব মজলিসের বিক্ষোভ

মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আজ (১০ নভেম্বর) শুক্রবার দেশব্যাপী জেলা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে দীর্ঘ প্রায় তিন বছর বন্দী রাখাটা এই সরকারের জন্য‌ ভয়ংকর পরিণতি ডেকে আনবে। মাওলানা মামুনুল হক দেশের আপামর জনসাধারণের প্রতিনিধি। তাকে বন্দী করার মাধ্যমে সরকার পরিপূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগন এই জনবিচ্ছিন্ন সরকারকে উৎখাত করেই মাওলানা মামুনুল হককে মুক্ত করবে ইনশাআল্লাহ।

বক্তাগণ আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের কোনো বৈধতা নেই জনগণের কাছে। জনগণ এ সরকারের নিয়োগকৃত ইসিকেও অবৈধ মনে করে। বর্তমান সরকারের অধীনে যেনতেন একটি নির্বাচন করার জন্য ইসিতে তোড়জোড় শুরু হয়েছে। বাংলার জনগণ এখন জেগে উঠেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে মহানগরীর সভাপতি হাফেজ কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মোরশেদ কামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ বিভিন্ন দেশের বাজার হারানোয় গার্মেন্ট মালিকরা শ্রমিকদের যথাযথ বেতন দিতে পারছে না। গত কয়েকদিন যাবত গার্মেন্ট শ্রমিকরা ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি না মেনে উলটো হামলা মামলা করা হচ্ছে। পুলিশ হামলা করে এই গাজীপুরেই দুজন গার্মেন্ট কর্মী হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের ন্যায্যা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাই। দেশে এসব অরাজকতার মূল কারণ এই অবৈধ ফেসিস্ট সরকার। অবৈধ অনির্বাচিত আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, যুব মজলিস গাজীপুর জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল মালেক, বাইতুল মাল সম্পাদক কারী আবু বুকর, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি ফয়জুল্লাহ ফরিদী, মহানগর শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক নোমান কাসেমী, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন,প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা মনজুরুল হক নোমান, কারী আনোয়ার হোসাইন প্রমুখ।

সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত যুব মজলিস সিলেট জেলা ও মহানগর। জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে ও মহানগরীর সদস্য হাফিজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামীউর রহমান মুসা বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে তাঁকে নির্যাতন করা হচ্ছে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানীমূলক এসব কর্মকান্ডের কারণে সরকার বিপাকে পড়বে।

চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহানগর সভাপতি মাওলানা রেদওয়ানুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও সহসভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহাইল।

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সহকারী সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সহ সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ও বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মমিনুল হক চৌধুরী।

ফরিদপুর জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিল জনতা ব্যাংকের মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মুফতি মাহমুদুল কবির, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম।

ঐতিহাসিক শহীদী মসজিদের সম্মুখ হতে মিছিলটি যাত্রা করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আবারও শহীদি মসজিদের সামনে এসে পরবর্তী সমাবেশ এবং দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী। বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন, যুব মজলিস করিমগঞ্জ উপশাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, যুব মজলিস জেলা নির্বাহী সদস্য মাওলানা আইনুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মোকাররম হোসাইনসহ প্রমুখ।

সুনামগঞ্জে মাওলানা সাইদুর রহমান সাইদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল খালেক। এছাড়া হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আনোয়ার হোসেনসহ জেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে মাওলানা রুহুল আমিন নেয়ামতের সভাপতিত্বে মাওলানা তারেক হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবু বকর এর পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সংগঠিত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img