আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়ে যাওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।
আমেরিকার ও তুরষ্কের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। খবর আনাদলু’র।
অভিনন্দন জানিয়ে এরদোগান বলেন, আমি আপনাকে ও আপনার নির্বাচনের সফলাতে অভিনন্দন জানাই এবং আমেরিকার জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছি।
চীন, রাশিয়াসহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও বাইডেন বা কমলা হ্যারিসকে অভিনন্দন জানায়নি।
তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা।