পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে ও জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
শনিবার (১০ অক্টোবর) করাচিতে একটি দ্বীনি মজলিশ শেষে মাদরাসার ফেরার সময় শাহ ফয়সাল কলোনীতে তার গাড়িতে মোটরসাইকেল আরোহন করে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি চালালে তিনি শাহাদাত বরণ করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এসময় তার গাড়ি চালকও ইন্তেকাল করেন।