নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে সর্বশেষ আরো ২৮ জন আর্মেনিয়ান সেনা নিহত হয়েছে। এনিয়ে এপর্যন্ত ৪০৪ জন আর্মেনিয় সেনা নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে আজারবাইজানের দেয়া তথ্য মতে, ৩১ জনের মতো বেসামরিক লোক আর্মেনিয় হামলায় নিহত হয়েছেন। এসময় আরো ১৭১ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে তুমুল যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দুই দেশের প্রতিনিধি প্রায় ১০ ঘন্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবন্দীর পাশাপাশি নিহতদের লাশ বিনিময়ের জন্য মানবিক উদ্দেশ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে একমত হয়েছে দুই দেশ। তবে যুদ্ধ বিরতির এই সময়েই বিরতি লঙ্ঘন করার চেষ্টা করায় আর্মেনিয়াদের উপযুক্ত জবাব দিয়েছে আজারবাইজানের সেনারা।