তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইসকেন্দেরুন প্রদেশে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃত অঞ্চলে। পুড়ে গেছে হাজারো গাছপালা, কয়েকটি যানবাহন আর বেশ কিছু বসতবাড়ি। শুক্রবার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অন্তত ৬ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
দুটি অগ্নিনির্বাপনে সহায়ক বিশেষ হেলিকপ্টার, দুটি ট্যাংকার প্লেন আর ৫০টি ফায়ার ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর তিন শতাধিক সদস্য। এছাড়া ইসকেন্দরুন থেকে বেলেন এলাকা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, পেরুর দক্ষিণাঞ্চলীয় কাস্কো এলাকার বনাঞ্চলেও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। ঝুঁকির মুখে পড়েছে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ এলাকাটির প্রাচীন বহু নিদর্শন। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী অবিরাম চেষ্টা করে গেলেও ঝোড়ো হাওয়ায় দাবানল নেবার বদলে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।