সিরিয়াতে ড্রোন হামলা চালিয়ে দায়েশের প্রধানকে হত্যা করার দাবী জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নেতৃত্ব বা ‘সেন্টকম।’
রবিবার (৯ জুলাই) সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লা গনমাধ্যমকে জানান, গত ৭ জুলাই পূর্ব সিরিয়াতে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালায়। এতে দায়েশের প্রধান ওসামা আল-মুহাজের নিহত হয়।
তিনি আরো বলেন, সমগ্র অঞ্চল জুড়ে দায়েসকে পরাজিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দায়েস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয় বরং বহির্বিশ্বের জন্যও হুমকিস্বরূপ।
মার্কিন কমান্ডার বলেন, এ ড্রোন হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি। তবে আক্রমণে ব্যবহৃত এমকিউ-নাইন এস ধরোনটি প্রায় দুই ঘন্টা ধরে রাশিয়ার বিমানবাহিনীর দ্বারা নজরদারিতে ছিল।
সূত্র: ইয়ানি সাফাক