রবিবার, মে ১৯, ২০২৪

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট গোতাবায়ার বাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা

শনিবার থেকে আবার উত্তপ্ত শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটের কারণে পথে নামেন সাধারণ মানুষ। বিক্ষোভ দেখিয়ে ঢুকে পড়েন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্টের বাসভবন থেকে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকা।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, উদ্ধার হওয়া টাকা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেয়া হয়েছে। ঠিক কত টাকা উদ্ধার হয়েছে, তার হিসাব অবশ্য এখনো মেলেনি।

শনিবার থেকে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা দরজা ভেঙে ঢুকে পড়ছেন প্রেসিডেন্টের বাড়িতে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। আটকানোর চেষ্টা করেছে। লাভ হয়নি। ব্যারিকেড ভেঙে গোতাবায়ার প্রাসাদে ঢুকে পড়ছেন তারা। নেমে পড়েছেন সুইমিং পুলে। এমনকি বাসভবনের রান্নাঘরেও দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের।

বিক্ষোভকারীদের ঢুকে পড়ার কিছু ক্ষণ আগেই সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান গোতাবায়া। কোথায় রয়েছেন, জানা যায়নি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৌবাহিনীর জাহাজে মালপত্র তোলা হচ্ছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের দাবি, ওই জাহাজেই দেশ ছেড়েছেন গোতাবায়া।

শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভাঙচুর করেন তার গাড়ি। আগুন ধরিয়ে দেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।

এই পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল দেশটির সাধারণ জনগণ; কিন্তু দৃশ্যত সেই আন্দোলনকে পাত্তা না দিয়ে নিজের পদে অনড় ছিলেন গোতাবায়া রাজাপক্ষ।

অবশেষে শনিবার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি দেন বিক্ষোভকারীরা। গোয়েন্দা সূত্রে আগেই সে খবর পেয়ে শুক্রবারই সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বাসভবন থেকে পালিয়ে যান গোতাবায়া।

কিন্তু প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবর বিক্ষোভকারীদের অসন্তোষ না কমিয়ে বরং বাড়িয়ে দেয়। প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান, তারপর এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েছেন। তারা বাড়ির ছাদে, বাগানে শ্রীলঙ্কার পতাকা টাঙিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল শাভেন্দ্রা সিলভা বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি পাশপাশি প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img