লাদাখের বেশ কিছু এলাকা থেকে সমঝোতার মাধ্যমে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী।
মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্যাংগং সো লেক এলাকা ছাড়া চীনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে। অন্যদিকে, ভারতও তাদের কিছু সংখ্যক সেনা ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে।
সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি সপ্তাহে আলোচনা হতে চলেছে দুই দেশের সেনাবাহিনীর। পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালোয়াঁ), পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলোচনা হতে পারে।
চীনের সেনাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই চুসুলে পৌঁছেছে ভারতীয় সেনা প্রতিনিধি দল।
গত ৫ ও ৬ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে বিচ্ছিন্ন লড়াইয়ের পরেই সীমান্তে উত্তেজনা ছড়ায়।