আগামীকাল মঙ্গলবার (১২ মে) সেমিনার করোনাভাইরাস পরবর্তী বেসরকারি মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় অনলাইন অনুষ্ঠিত হবে।
সেমিনারটি আয়োজন করেছে মারসুস সহযোগিতায় দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক অধ্যাপক মাওলানা যুবাইর আহমাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী বিশেষজ্ঞ শায়খ প্রফেসর ডঃ আ.ফ.ম.খালিদ হোসাইন।
আলোচক হিসেবে থাকবেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়াতুল আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসা, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক শায়খ মুফতী হারুন ইজহার, জামেয়া রহমানিয়া, ঢাকা এর শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, বাইতুল মামুর জামে মসজিদ এর খতিব মাওলানা হাসান জামিল, প্রফেসর ড. আবু ইউসুফ খান (তামিরুল মিল্লাত), ড. আ.খ.ম আবু বকর সিদ্দিক (দারুন্নাজাতের অধ্যক্ষ), প্রফেসর এ.কে.এম. আবদুল মান্নান, হেড মাওলানা,ঢাকা আলিয়া। সেমিনারে মডারেটর হিসেবে থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশেষজ্ঞ, ইংল্যান্ড শায়খ ড. আব্দুস সালাম আযাদী মাদানী।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ইবরাহিম খলিল, কোঅর্ডিনেটর , মারসুস। ধন্যবাদ জ্ঞাপন জামিয়া আশরাফিয়া কামরাঙ্গিচর, ঢাকা এর মুহাদ্দিস মাওলানা মুসা বিন ইজহার।