কুয়েতের নতুন আমীর শেখ নওয়াফ আল আহমেদ আল-সাবাহ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তার দেশের সাথে তুরস্কের সম্পর্ক জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (৯ এপ্রিল) কুয়েতের নিউজ এজেন্সি (কেইএনএ) এ তথ্য জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের রাজধানীতে এরদোগানের সাথে বৈঠককালে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ নাসের আল-সাবাহ এই চিঠি পৌঁছে দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের আমীর শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহের বার্তাটি দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্কগুলিকে উত্সাহিত করার উপায়, পাশাপাশি সাধারণ উদ্বেগের বিষয়গুলির বিষয়ে কুয়েতের প্রতিশ্রুতি প্রকাশ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি