পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোচবিহারে মাথাভাঙার জোড়পাটকিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে ৫ জন তৃণমূল কর্মীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ এপ্রিল) ভোটগ্রহণ শুরুর পর রাজ্যের কোচবিহার জেলায় এ ঘটনা ঘটে।
তৃণমূলের দাবি, ৫ জনই তৃণমূলের সক্রিয় কর্মী। এলাকায় সকাল থেকে কোনও উত্তেজনা না থাকা সত্ত্বেও গুলি চালিয়েছে বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।
উত্তরবঙ্গে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর সেনারা অবস্থান করছে। অভিযোগ, তাদের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। জয় শ্রীরাম স্লোগান দিয়ে তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে
হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে শনিবার সকাল থেকে চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
চতুর্থ দফায় রাজ্যের পাঁচ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসনে ভোট চলছে।