পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনা স্থাপনায় ভাঙচুরের মামলাসহ মোট ১৪টি মামলায় জামিন পেয়েছেন। জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়লাভ করার দিনেই এই সুখবরটি পেলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
পাকিস্তানের ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গত বছরের ৯ মে’র দাঙ্গাসংশ্লিষ্ট ১২টি মামলায় এক শুনানি শেষে আজ (শনিবার) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক মালিক ইজাজ আসিফ ইমরান খানের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া সেনাবাহিনীর সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলা নিয়ে আরও দুই মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। অন্যদিকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের নেতা শাহ মাহমুদ কুরেশি ১৩টি মামলায় জামিন পেয়েছেন।
ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির জামিন আবেদনের বিপরীতে রাষ্ট্রপক্ষ এই মামলার শুনানির জন্য অতিরিক্ত সময়ের আবেদন করেছিলেন। কিন্তু আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দুজনেরই মামলাগুলোতে জামিন মঞ্জুর করেন।