শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থিদের হাতে মুসল্লী হত্যার হত্যার সাথে জড়িত আসামিদের জামিন বাতিল করে বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয়, একটি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না, ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাশে খুন করে জামিন পেয়ে যায়, এটা মানা যায় না।

সমাবেশে বক্তব্য আরও রাখেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

অতপর, সমাবেশ শেষে তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে একটি মিছিল নিয়ে কাকরাইল মসজিদের দিকে যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img