শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

পিএসসিতে ফ্যাসিস্টদের নিয়োগ করা শহীদের রক্তের সঙ্গে বেইমানি: গোলাম পরওয়ার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আওয়ামী ফ্যাসিস্টদের ৩ জন সহযোগী নিয়োগকে ষড়যন্ত্র উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, নতুন নিয়োগ দেওয়া আটজনের মধ্যে যে তিনজনের নাম উচ্চারিত বেশি হচ্ছে তারা চিহ্নিত, ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ। পিএসসির সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হলে সরাসরি ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে। জনগণের প্রত্যাশা হল সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদেরকে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে।

প্রস্তাবিত তিন জনের একজন হলেন, পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়না ঘর সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। এসব চিহ্নিত ব্যক্তিদেরকে পিএসসি-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। অবিলম্বে এসব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img