সোমবার, নভেম্বর ১১, ২০২৪

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সদ্যভূমিষ্ট ১০ শিশুর মৃত্যু

ইনসাফ | নাহিয়ান হাসান


ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সদ্যভূমিষ্ট ১০ টি শিশু মৃত্যুবরণ করেছে।

শনিবার (৯ জানুয়ারি) ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারা ডিস্ট্রিক্টের জেলা হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ভাণ্ডারা ডিস্ট্রিক্টের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে তুর্কী সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, আজ ভোরে যখন হাসপাতালে আগুন ছড়িয়ে পরে, তখন রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হলেও ভাণ্ডারার জেলা হাসপাতালের শিশু পরিচর্যার বিশেষ ইউনিট এসএনসিউতে থাকা ১৭ টি সদ্যভূমিষ্ট শিশুর মধ্যে মাত্র ৭ জনকে আমাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়। আর বাকি ১০ জন শিশুর নির্মম মৃত্যু ঘটে।

দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বররাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে পৃথকভাবে বিবৃতি দেন। সুষ্ঠ তদন্তের ব্যাপারে দায়িত্বশীলেরা আশ্বাস দেন এবং বাকিরা দাবি জানান।

সূত্র: ইয়েনি শাফাক, আনাদোলু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img