মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

৩ বছর পর আগামীকাল থেকে চালু হচ্ছে কাতার-সৌদি ফ্লাইট

প্রায় সাড়ে ৩ বছর পর ফের সৌদি আরবের সঙ্গে আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) থেকে কাতারের ফ্লাইট থেকে চালু হচ্ছে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলা বিরোধ নিষ্পত্তির পর ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

সংস্থাটির টুইটে বলা হয়, পুনরায় সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে, সোমবার রিয়াদ ও বৃহস্পতিবার জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে।

এর আগে রোববার সৌদি এয়ারলাইন সৌদিয়া জানায়, ২০১৭ সালের পর প্রথম সোমবার থেকে কাতারের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে।

সৌদি আরবের আল-উলা শহরের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সঙ্গে কাতারের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরেই দুই দেশের মধ্যে বিমান চলাচলের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।

=

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img