গাজ্জায় না গিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেল আবিব অভিমুখে উড়ে গিয়েছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খ্যাত আয়রন ডোমের মিসাইল।
মঙ্গলবার (৭ নভেম্বর) গভীর রাতে অবৈধ রাষ্ট্র ইসরাইলে এই ঘটনা ঘটে।
ইসরাইলী মিডিয়া ও অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তেল আবিব রক্ষায় যেসব আয়রন ডোম স্থাপন করা হয়েছে তাতে রকেট হামলার সতর্ক সাইরেন বেজে চলেছে এবং স্বয়ংক্রিয়ভাবে আয়রন ডোম থেকে উৎক্ষেপিত একটি ইন্টারসেপ্টর মিসাইল স্বয়ং তেল আবিবেই এসে আঘাত হানছে।
ইসরাইলী মিডিয়ার তথ্যমতে, যান্ত্রিক ত্রুটির কারণে মিথ্যে সতর্ক সাইরেন বাজিয়ে তেল আবিবে মিসাইল ছুড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এতে কেউ হতাহতের শিকার হয়নি দাবী করা হলেও বলা হয় যে, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর