অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অব্যাহতভাবে বৃষ্টির মতো বোমা ছুড়ছে ইসরাইলী বিমানবাহিনী। এছাড়া সঙ্গে ড্রোন ব্যবহার করেও সেখানে হামলা চালানো হচ্ছে।
শনিবার (৭ অক্টোবর) প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলে হামলা চালানোর পর— প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজ্জা উপত্যকায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েল।
সোমবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
গাজ্জায় অবস্থানরত আল জাজিরার সাংবাদিক তারিক আবু আজম অব্যাহত হামলার ব্যাপারে বলেছেন, গাজ্জার আকাশ এখন ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে পূর্ণ। গাজ্জা উপত্যকার কিছু শহর— বিশেষ করে বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমা ছোঁড়া হচ্ছে।
আল জাজিরার এ সংবাদিক জানিয়েছেন, ইসরাইলীদের বোমা হামলায় ঠিক কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন সেটি নিশ্চিত নয়। কারণ স্বাস্থ্যকর্মীরা আহতদের কাছে যেতে পারছেন না।
তিনি আরও জানিয়েছেন, ইসরাইল গাজ্জায় সম্ভবত “স্ক্রোচড আর্থ” কৌশল অবলম্বন করছে। এরমাধ্যমে অব্যাহত বোমা হামলা চালিয়ে নির্দিষ্ট স্থানের সবকিছু ধসিয়ে দেওয়া হয়। স্থল হামলার রাস্তা পরিষ্কার করতে ইসরায়েল এ কৌশল অবলম্বন করছে।