ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষা ও আদর্শ মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়।
তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ক্ষমা ও উদারতা, নারী জাতির প্রতি সম্মান, শিক্ষা ও জ্ঞান অর্জনে গুরুত্ব প্রদান, অমুসলিম বা চুক্তিবদ্ধ নাগরিকদের নিরাপত্তা, মানবিক আচরণ, কল্যাণ ভাবনা, শান্তি ও যুদ্ধনীতি, মদীনা সনদ, হুদাইবিয়ার সন্ধি ও রক্তপাতহীন মক্কা বিজয়ের ইতিহাস মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়।
রবিবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ইসলামে সাম্য ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, রহমাতুল্লিল আ’লামিন তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে।