আমেরিকার অন্তত দুইজন শীর্ষ কর্মকর্তার সাথে সরাসরি বৈঠকে বসেছে আফগান সরকার। সিএনএনের খবরে বলা হয়েছে, গত জুলাইয়ে আফগানিস্তানে আইমান আল জাওয়াহিরিকে হত্যার পর বাইডেন প্রশাসনের সঙ্গে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীনদের এটা প্রথম বৈঠক।
দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে সরকার গঠন করে তালেবান। কিন্তু এখন পর্যন্ত আফগানিস্তানের এই শাসক গোষ্ঠীকে বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
বৈঠক নিয়ে আমেরিকার দুইজন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র উপ পরিচালক এবং আফগানিস্তানে নিযুক্ত পররাষ্ট্র বিভাগের শীর্ষ কর্মকর্তা আফগান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে যান। বৈঠকে আফগান সরকারের গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিক উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে সঠিক কী আলোচনা হয়েছে সেটা জানা না গেলেও ‘কাউন্টার টেররিজম’ নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।