ভারত এবং পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরও একবার দু’দেশের সীমান্তে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে ভারত।
এমন সময় এই উত্তেজনা দেখা দিল যখন ভারতের সাথে চীন ও নেপালের উত্তেজনা চরমে।
জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মানাকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পাক সেনারা গোলাগুলি শুরু করে। পরে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে গুলি চালিয়েছে।
দু’পক্ষের সংঘর্ষে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।