করোনায় আক্রান্ত উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা। বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা তিনি।
সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন মারা যান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুধাংশু কুমার কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন।
তিনি ছাড়া তার স্ত্রী মানসী সাহা, ৭ বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মীও কোভিড ১৯-এ আক্রান্ত হন।