সিরিয়াকে পুনরায় আরব লীগের সদস্য করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আমেরিকা। একইসঙ্গে আরব লীগের এই সিদ্ধান্তকে ‘গুরুতর কৌশলগত ভুল’ বলেও অভিহিত করেছে দেশটি। এমনকি সুন্নি মুসলিমদের রক্তপিপাসু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটিতে নৃশংস গৃহযুদ্ধের পর এ ধরনের স্বাভাবিক সম্পর্কের যোগ্যতা রাখেন না বলেও দাবি করেছে আমেরিকা।
মঙ্গলবার (৯ মে) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াকে পুনরায় আরব লীগের সদস্য করার সিদ্ধান্তের সমালোচনা করে সোমবার আমেরিকা বলেছে, দেশের নৃশংস গৃহযুদ্ধের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই ধরনের স্বাভাবিক সম্পর্কের যোগ্য নন।
আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, আমরা বিশ্বাস করি না, সিরিয়া এই সময়ে আরব লীগে আবারও যোগ দেওয়ার যোগ্যতা রাখে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমরা আসাদ সরকারের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে পারব না এবং আমাদের মিত্র ও অংশীদাররা তেমনটা করুক সেটিও সমর্থন করি না।