সোমবার, মে ২০, ২০২৪

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দো এবং এমপি সনত নিশান্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

সোমবার (৯ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ক্ষিপ্ত জনতা তাদের বাড়িতে আক্রমণ করে।

এনিয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যায়, এই দুই রাজনীতিকের বাড়িতে ভয়াবহ আগুন জ্বলছে। কালো ধোঁয়ার কুণ্ডলিও দৃশ্যমান হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বর্তমানে কারফিউ জারি আছে। এরপরও কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। চাপের মুখে এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সহিংসতায় একজন এমপিসহ মোট ৩ জন নিহত ও ১৫০ জন আহত হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন রাজা পাকসে।

সূত্র : এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img